ধানগাছে তক্তা হয় না
শিমগাছে নিম,
হঠাৎ করে বদলে গিয়ে
ধরলে কেন ঝিম?
উঁচু করে রাখলে কেন
আমার দিকে নাক?
তোমার দেয়া কষ্টে কাঁদি
হারাই নদীর বাঁক।
ইচ্ছে করে বন বাদাড়ে
লুকাই গিয়ে দূরে,
প্রাণের টানে ফিরে আসি
পাখির মতো উড়ে।
ওজন করি বিনা সুতায়
মনের পরিমাপে,
ভাবনাগুলো বদলে গেছে
পরিস্থিতির চাপে।
রাত বিরাতে খুনসুটি আর
তোমার অবহেলা,
ছলাকলা হেলায় কাটে
আমার উদাস বেলা।
হারিয়ে যাবো কাঁদবে একা
কাঁদবে বসে খুব,
খুঁজতে গিয়ে চোখের জলে
একাই দেবে ডুব।
শ্মশান পোড়া ছাইয়ে বসে
হেলিয়ে দেহখানি,
দহন শেষে দগ্ধ শরীর
আনবে চোখে পানি।
যত্নে রাখা কলম দিয়ে
আঁকবো করুণ ছবি,
সেই প্রভাতে পড়বে মনে
দেখবে তুমি সব-ই।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ