শিশু

 



শিশু মানেই ফুলের মতো

কোমলমতি প্রাণ

প্রজাপতির রঙিন ডানায়

মিষ্টি ফুলের ঘ্রাণ।


মেঘের মতো ওড়াউড়ি

ফুল বাগানে ঘোরাঘুরি

বষার্কালে ঢেউ খেলানো

নদীর কলতান

গাছের ডালে কিচিরমিচির 

হরেক পাখির গান।


শিশু মানেই শুক্ল তিথির 

জোছনা ঝরা হাসি

মায়ের বুকে স্নেহের পরশ

সোহাগ রাশি—রাশি।


দুর্বাদলে শিশির কণা 

দুষ্টু হলেও লক্ষ্মীসোনা

দূর আকাশে তারা মতো

ঝিলিক অবিনাশী 

বুকের মানিক সব শিশুকে 

তাইতো ভালোবাসি। 

                                       লেখক: সামিউল ইসলাম 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ