মেঘনা পাড়ের মেয়ে




মেঘনাপাড়ের মিষ্টি মেয়ে মেঘনাপাড়ে ঘর

কেমন করে দখল নিলো ভেজা মনের চর।


পাল উড়িয়ে মনের মাঝি অচিনপুরে যায়

ইচ্ছেবিকেল একলা কাটে মাদল বাজে গাঁয়।


সহজ সরল শান্ত মেয়ে দেখতে অপরূপ

হয়নি দেখা কল্পনাতেই জ্বলছে বুকে ধূপ।


নাকে দোলে নাকের নোলক কানে মোতির দুল

দুষ্টু বাতাস দেয় যে নেড়ে রেশমিকালো চুল।


পদ্মপাতায় শিশিরকনা সেই মেয়েকে পেতে

উঠলো জেগে হৃদয়খানি মেঘলা মনে মেতে।


নদীর পাড়ে মেয়ের মনে খুব সামান্য টান

মন মানে না ছুটছে আহা হৃদয়কোনে বান।


চলছে বেয়ে মেঘনা নদী বুকের মেঝে ঢেউ

শীতবাতাসে লাগলো দোলা হৃদয় সীমান্তেও।

                                                                                                             লেখক: সামিউল  ইসলাম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ