হয়তো দেখা আর হবে না পড়বে না
আর তোমার চোখে চোখ,
দুহাত ধরে হাটঁবো না আর মাখবো না আর
নদীর ঘাটে চাঁদের জোছনালোক।
শুভ্র শাড়ির আঁচলখানা
কিংবা নরম হাতের আঙুল ধরে,
খোঁপায় দেয়া শিউলি বেলী
বন-বাহারি পাতার ডালি
পড়বে সেদিন ঝরে।
ভালোবাসার স্মৃতির হাটে
উঠবে বেজে ক্ষণে ক্ষণে
সেই পুরানো গান,
শেষ বিকেল খোলা চুলে
পাথরচাপা ভাঙা বুকে
নীরব অভিমান।
শিশিরভেজা পায়ের নিচে
সাঁঝ সকালে পড়বে না রে
নাম না-জানা ফুল,
দূর আকাশের তারা হয়ে
অবুঝ মনের আরশিতে
ঝরাবো বকুল।
তোমার মনের মণিকোঠায়
আলো দেবে সন্ধ্যা তারায়
সুনীল আকাশ জুড়ে,
বিলীন হবো মৃত্যু এসে
আচম্বিতে জানান দিবে
নিবে অচিনপুরে।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ