বোশেখ শেষে জ্যৈষ্ঠ মাসে
আম কাঁঠালের গন্ধ ভাসে
ফুরফুরে হয় মন
ঘরে ঘরে বাড়তে থাকে আত্মীয় বন্ধন।
দেখতে নিজের বাবা মাকে
সব নাইয়রি আসতে থাকে
নিজের বাপের বাড়ি
জ্যৈষ্ঠ মাসে ফল ফলারির
সুবাস মনোহারি।
আম কাঁঠালের মিষ্টি ঘ্রাণে
খুশির জোয়ার প্রাণে প্রাণে
দুঃখরা হয় দূর
সবার ঘরেই প্রশান্তিময়
আনন্দ ভরপুর।
ফলের রসে মধুর বাসে
গাঁয়ের বাড়ির চতুর্পাশে
ম-ম করে সব
জ্যৈষ্ঠ মাসে তুমিও এসো
করতে অনুভব।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ