সাঁঝের বেলা ছোট্ট খুকী
দাদুর কাছে কয়,
বলো দাদু শীতের পিঠা
কেমন গাছে হয়?
গাছের ডালে পিঠা থাকে
নাকি পাতার ফাঁকে?
পাখিরা তা খায় বলে কী
মধুর স্বরে ডাকে?
বলেন দাদু লক্ষ্মী দাদু
আমার সোনা ভাই ,
গাঁয়ের বাড়ি গিয়ে চলো
স্বাদের পিঠা খাই।
ভীষণ খুশি মনে নিয়ে
ছোট্ট খুকী ঘুমায়,
রাত পোহালে যাচ্ছে দাদু
বন পলাশী গাঁয়।
সকালবেলায় কান্না শুনে
ঘুম ভাঙিলো যেই,
চেয়ে দেখে এই জগতে
দাদু তাহার নেই।
হয়নি চেনা পিঠা পুলি
গাঁয়ে যাওয়া আর,
নয়নজলে ভাসে মনে
করুণ হা-হা-কার।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ