নন্দী বাবু



একটি কথা শুনছি আমি শুনতে কি তা পেলেন?

ওই গেরামের নন্দী নাকি মন্ত্রী হয়ে গেলেন?


বামপন্থী সংগঠনের নেতা ছিলো পাতি, 

মন্ত্রী হয়ে গাড়ি বাড়ি করলো রাতারাতি।


পাড়ায় পাড়ায় তুলতো জানি চাঁদা দিনে-রাতে?

এখন নাকি দামি জুতা টাইও পরে সাথে।


নিখিল বাবুর বন্ধু বলে ভীষণ প্রভাব তার, 

মাঝে মাঝে ভাবটা ধরে সদ্য জমিদার।


নন্দী বাবুর দোহাই দিয়ে নিখিল করে ফোন, 

এতে নাকি টাকা-পয়সা আসে কয়েকগুন। 


জুয়েল এখন কাজ করে না মিমাংশুটাও তাই, 

পুঁজি ছাড়াই ব্যবসা করে নন্দী বাবুর ভাই। 


এ.সি গাড়ী চালায় নাকি নন্দী বাবুর বোনেরা, 

এসব কথা দেশে এখন জানে অনেক জনেরা। 

লেখক: সামিউল ইসলাম 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ