রাজা তোমার বাড়ি কই





তোমার বাড়ি কই গো রাজা তোমার বাড়ি কই?

আমার বাড়ি ফুটপাতে কী? যেথায় পড়ে রই?

 

তোমার বাড়ি ঢাকা শহর এসি রুমে থাকো,

ফুটপাতে যে থাকি আমি খবর কি তা রাখো?

 

ঘরে ঘরে চাকরি দিবে বলো যখন এসে,

বোকা বলেই জনসভায় হাততালি দেই শেষে।

 

তোমার নাকি বাড়ি আছে যাচ্ছো ঈদে বাড়ি,

হরহামেশা দামি গাড়ির চাপায় দিচ্ছো মারি।

 

তোমার নাকি ম্যারেজ ডেতে আনন্দেরই ঢেউ,

আমার খবর রাখার মানুষ আছে নাকি কেউ?

 

রোদে পুড়ি জলে ভিজি দুঃখ কোথায় থুই?

আমার বাড়ি কইগো রাজা তোমার বাড়ি ওই।

লেখক: সামিউল ইসলাম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ