আমরা যারা শহুরে
পাই সুবিধা বহু রে
অট্টালিকায় থাকি
হয় না দেখা গাছের ডালে
রং বেরঙের পাখি।
কী হয়েছে তাতে
খাচ্ছি দুধে ভাতে
ভোগ বিলাসে আছি বটে
অন্তরে ছটফট
প্রতিদিনই চলার পথে
জঘন্য যানজট।
সেই না জটে রাস্তাঘাটে
বিড়ম্বনাই বাড়ে
মন ছুটে যায় গাঁয়ের বাড়ি
ছোট্ট নদীর ধারে।
নদীর ধারে সুখের ঘর
ডাকছে আমায় নিরন্তর।
লেখক: সামিউল ইসলাম।
0 মন্তব্যসমূহ