কাজলা দিদি আর এলো না
হারিয়া গেল কই?
লাল সবুজের পতাকায়
অবাক চেয়ে রই।
দিদি আমার প্রাণ দিয়েছে
শক্র সেনার হাতে,
কাজলা দিদি আসবে কবে
জোনাকজ্বলা রাতে।
পুতুল বিয়ের আয়োজনে
দিদির দেখা নাই।
কোথায় গেলে দিদির স্নেহ
হাতের ছোঁয়া পাই,
চোখের জলে দিদির ছবি
খুঁজি শহর গাঁয়।
ঝিনুক বিকাল দোলা দিলে
দুপুর আঙিনায়।
দিদির ছেঁড়া আঁচলখানি
আবছা চোখে ভাসে,
রাজাকারের অট্টহাসিও
দিদির নগ্ন লাশে।
রক্তেভেজা শাড়ির আঁচল
লক্ষ দিদির মুখে,
লাল সবুজের পতাকায়
গহীন বনে সুখ।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ