ইঁদুর কাটে কাঁথা-বালিশ ক্ষেতে কাটে ধান,
মাথা কাটা যায় কারো লজ্জা যদি পান।
লেজকাটা শিয়ালের কথা গল্পে শোনা যায়,
নতুন বধূ পিঠা কেটে বড়ই মজা পায়।
সন্ত্রাসীরা মানুষ কাটে যেমন কাটে গাছ,
কেউ যমুনার সাঁতার কাটে জালে ধরে মাছ।
গলাকাটা ভিসা নিয়ে বিদেশে কেউ রয়,
কাজে ফাঁকি দিলে কারো বেতন কাটা হয়।
কথা কাটাকাটি করে কতো মানুষ মরে,
প্লাসে মাইনাসেও স্যারে কাটাকাটি করে।
সাপে কাটলে গ্রামের বাড়ি ডাকে আনে ওঝা,
খাল কেটে কুমির আনলে বাড়ে নিজের বোঝা।
কাটা ঘায়ে নুনের ছিটা দিলে কষ্ট পাই,
কানকাটা নাককাটার লজ্জা শরম নাই।
ভুল অঙ্ক কাটে স্যারে ক্রস চিহ্ন দিয়ে,
চুল-দাঁড়ি কাটে সবে সেলুনেতে দিয়ে।
অলস সময় কাটায় যারা কাটে ঘোড়ার ঘাস,
কাটা-কাটির দুনিয়াতে আজব বসবাস।
লেখক: সামিউল ইসলাম।
0 মন্তব্যসমূহ