কিশোর মনের প্রত্যয়


 

আমি করবো জীবন জয়
 আমি পারবো তা নিশ্চয়।
লেখাপড়ায় মন বসিয়ে 
জীবন থেকে ভুল খসিয়ে
হেসে খেলে পেরিয়ে যাবে 
সকল বাধা ভয়
আমি পারবো তা নিশ্চয়।
আমি নতুন যুগের ছেলে
আমি দেখবো নয়ন মেলে 
অজানাকে জানতে আমি 
ভয়কে পেছন ফেলে
আমি চলবো হেসে-খেলে।
আমি আকাশ দেবো পাড়ি 
আমি কী না বলো পারি
স্বপ্ন আমার খুব গুছিয়ে
সাজাই সারি-সারি
আমি ভালোর অনুসারী।
আমি করবো জীবন জয়
আমি পাই না কারো ভয়
নতুন আলোয় দেশকে আমি 
করবো আলোকময়
আমি পারবো তা নিশ্চয়।


                                                                                               লেখক: সামিউল ইসলাম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ