স্মৃতির পাতায় থাকবে পড়ে সব,
থামবে দেখো সকল কলরব।
হয়তো সখী পড়বে তোমার মনে,
কালবৈশাখী উঠবে ক্ষণে ক্ষণে।
আর হবে না শীতল পরশ পাওয়া,
ব্যাকুল মনে উদাস চোখে চাওয়া।
দেখবে তুমি খোলা দক্ষিণ দোরে,
খেলবে বাতাস শূন্য উঠোনজুড়ে।
ভীষণ ঝড়ে প্রবল অশ্রুপাতে,
নামটি ধরে ডাকবে না কেউ প্রাতে,
যার ভাবনায় কাটতো সারাদিন,
এই আঁধারে ফুরিয়ে গেছে ঋণ
যতই তুমি ডাকো মধুর সুরে,
হয়তো চলে যাচ্ছি অনেক দূরে
আবছা হলো দৃষ্টি বারে-বার,
তুমিই ছিলে বাঁচার অহংকার
জীবনতরী কালচে মেঘে ঘেরা,
আর হলো না তোমার কোলে ফেরা।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ