আমরা তো বাস করি ওরাকল যুগে,
প্রেম প্রীতি নীতি খায় ঘুণপোকা রোগে।
প্রেম আছে রমণীর দেহ ঢালা বুকে,
নীতি দেখি নীতিহীন মানুষের মুখে।
প্রীতি আছে দুই ঠোঁটে নেই কারো মনে,
ভ্রমরের গান শুনি সদা মুঠোফোনে।
রমণীর প্রেম নাকি হাতে রাখা হাত,
মন নয় দেহ দান কেটে যাওয়া রাত।
নীতি না কি নীতিহীন ফাইল চেপে রাখা,
ঘুষের টাকা নিয়ে আলপনা আঁকা।
অন্তরে প্রীতি নেই আছে তা হাসিতে,
কষ্টে পুষে রাখি যাতনার বাঁশিতে।
যদিও বাস করি ওরাকল জগতে,
সমাধান হবে তা শুধু মিরাকলেতে।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ