কত জাতের কলা ভাইরে
সিরাজগঞ্জে আছে,
এসব কলার কথা আমি
বলছি সবার কাছে।
বুইত্যা কলায় বিচি বেশি
গেঁড়া কলায় কম,
কলা পিঠায় বুইত্যা কলা
আমাশয়ের যম।
চাম্পা কলা খাইতে মজা
চিনি চাম্পা জাত,
নেইল্যা কলা খাইছি কতো
দিয়া দুধে ভাত।
রিস্যা কলা খাইতেত ভালো
কাঁচা তরকারি,
পড়া কলা দিতো বৈদ্যে
গিয়া বাড়ি বাড়ি।
হবরি কলা খাইতে মজা
সবাই মিলে খাইন,
কবরি কলা আইট্যা কলা
তুলা বর্তমাইন।
সাগর কলা নিয়ে ভাইরে
“ছলা কলা” চলে,
ফরমালিনে কলার জীবন
নষ্ট সবাই বলে।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ