পদ্মপুকুর

 


দুখের নূপুর পদ্মপুকুর দহনজ্বালা ভাঙা বুকে,

ইট-পাথরের দালান ঘরে নিদ্রাবিহীন আছি সুখে।


শিশিরভেজা মেহেদীপাতা রক্তক্ষরণ মনের মাঝে, 

জীবন দিয়ে রাঙিয়ে তোলা মিষ্টিহাসি হাতের ভাঁজে। 


উজান স্রোতে ভাঙাতরী সাঁতরে বেড়াই সমুদ্দুরে, 

আশার প্রদীপ নোনা জলে কাঁদি একা অচিনপুরে। 


আঁধার মনের গহীনবনে মিটিমিটি জোনাকজ্বলে, 

স্বপ্নআশা চলছে ভেসে ঝাপসা চোখের শ্রাবণ জলে।


 দুখের নায়ে যাচ্ছি বেয়ে আষাঢ় মাসে ভাসা নদী,

 বান-বাতাসে ডুবু ডুবু বুকের ব্যথা নিরবধি।

লেখক: সামিউল ইসলাম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ