ফাগুন এলো
হৃদ মাজারে উতাল হাওয়া বইছে থেকে থেকে,
হিজলবনে বিভাস কোকিল যাচ্ছে ডেকে ডেকে।
আকুল করা ঝর্ণা নদী সাগর পানে ছোটে,
শীত সকালে সোনারোদে রবির কিরণ ফোটে।
শিশিরভেজা দূর্বাঘাসে হাসলো দিঘীরজলে,
লাজুক মুখে বসুন্ধরা ঘোমটা শতদলে।
নোলকপরা কলমিলতা শুভ্র হাসি হাসে,
মহুয়াবনে মাতাল মনে ফাগুন ভালোবাসে।
পথের বাঁকে লজ্জাবতীর আবেগ ভরা বুকে,
কৃষ্ণচূড়ার টিপ পড়েছে বাঁধনহারা সুখে।
কাশেরবন হয় আপ্লুত হয়তো তোমার জন্য,
ঐ দেখা যায় ফাগুন এলো বনবনানী ধন্য।
0 মন্তব্যসমূহ