ঈদের ঢাকা

 


ঈদের সময় শুন্য ঢাকা

রাস্তা ঘাটও বেজায় ফাঁকা 

নেই মানুষের ভীড়

ঈদে থাকে ঢাকার শহর 

শান্ত সুনিবিড়।


নেই কোলাহল চেঁচামেচি

মার্কেটে নেই বেচাবেচি

নেই সড়কে জট

চলাফেরায় পাই না খুঁজে

সমস্যা-সংকট।


ঈদের ছুটি ফুরিয়ে গেলে 

আবার শহর এলেবেলে

হয় পূর্বের মতোই 

নানামুখী সমস্যা ফের

সৃষ্টি হবে অথৈ।


সারাজীবন ঈদের মতো 

রাজধানীটা যদিই হতো 

শান্ত এবং ফাঁকা

স্বস্তি নিয়ে এই শহরে 

সবার হতো থাকা।


কিন্ত সেটা হয় না বলে 

জীবন কাটে কোলাহলে 

দুর্বিষহ জ্বালায়

সুযোগ পেলেই ঢাকা থেকে 

মনটা দূরে পালায়।

                                                                                                          লেখক: সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ