কড়াকড়ি

 


কড়া কথায় কষ্ট পায় সাদা মন যার,

কড়া রোদে ছাতা ছাড়া হেঁটে চলা ভার। 


আপনজনের কড়া কথা যদি শুনি ভাই, 

কড়া ঘুম না হলেও কড়া ওষুধ খাই। 


কড়া মদ কড়া ঝাল খেলে অসুখ হয়,

কড়া ডাক্তার ডেকে কেউ চিকিৎসা টা লয়।


কড়া সুদে টাকা দেয় সুদ খায় যাহারা,

কড়া লোক ডেকে সব দেয় কড়া পাহারা। 


কড়া চুনে পান খেলে মুখ হয় লাল,

কড়া গলা থাকে না আজ নয় কাল। 


প্রিয়জনের কড়া কথায় কষ্ট যারা পান, 

আদা চিনি দিয়ে তারা কড়া চা খান। 


কড়া রঙের জামা পরে গাড়ি চড়ে যারা, 

কড়াকড়ির দুনিয়াতে সুখে থাকে তারা। 

লেখক: সামিউল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ