ইচ্ছে করে আবার আমি
ছোট্ট খুকী হই,
মাকে বলি ফেলে যাওয়া
খেলা পুতুল কই?
চুল দুলিয়ে ঘরে ফেরা
গাঁয়ের মেঠো পথে,
ধরবে ভূতে এই মেয়েকে
চড়বে দেখো রথে।
ভর দুপুরে খেলতে গিয়ে
পাড়ার ছেলে মেয়ে
বাঁশের কঞ্চি হাতে নিয়ে
আসতো মায়ে ধেয়ে,
সকাল সাঁঝে মাছ ধরলে
খালেবিলে গিয়ে,
আদর করে ঘরে নিতো
অনেক বকা দিয়ে।
গাছের ডালে পাখির বাসা
আম কুড়ানো ছলে,
ঝড়-তুফানে কাটতো বেলা
দুষ্ট ছেলের দলে।
ঠাকুরবাড়ির মেলা শেষে
লাল মামুদের গান,
গাইতো মনে দরদ দিয়ে
উদাস গলার টান।
হারিয়ে গেছে ছোট্টবেলা
সেদিনগুলো নাই,
স্মৃতির খাতায় শূন্য পাতায়
গন্ধ আজা পাই।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ