মেঘের সিঁড়ি বেয়ে



ঘুমিয়ে ছিলাম চুপটি করে

এমন সময় আমার ঘরে

রবীন্দ্রনাথ এসে

ঘুমের থেকে ডেকে আমায় বলেন ভালোবাসে


জাগো বাছা ঘুমের থেকে

বৈশাখী রূপ দেখে দেখে

তুমিও লেখ ছড়া

লিখে লিখে জাগিয়ে তোল ঘুমন্ত আধমরা।


আমি অবাক অভিভূত

ঘুমের থেকে জেগে দ্রুত

যেই না দেখি চেয়ে

রবীন্দ্রনাথ বেরিয়ে গেলেন মেঘের সিঁড়ি বেয়ে।


সেই যে আমি জেগেছিলাম

জেগে উঠে লেগেছিলাম

ছড়া লেখার কাজে

আরও গুরুর নির্দেশনা ভুলতে পারি না যে।


লিখছি কত কাব্য—ছড়া

হালকা তালে মিষ্টি—কড়া

লিখছি কত বই

আধমরাদের ঘুম ভাঙানোর সেই ছড়াটি কই?


সেই ছড়াটি হয়নি আজও লেখা

কোথায় পাব সেই ছড়াটির দেখা?

                                                                                                               লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ