জুতো নাকি হাতের শোভা
তাই পরে না পায়ে সে
বাইরে গিয়ে খালি পায়েই
হাঁটবে পরম আয়েশে।
পায়ে দিলে ময়লা এবং
নষ্ট হওয়ার ভয় থাকে
তাই জুতোকে হাতে নিয়ে
হাঁটতে নাকি হয় তাকে।
জুতো থাকে তার বগলে
কিংবা হাতের মুঠিতে
ধুলো বালি তাই লাগে না
তার পাদুকা দুটিতে।
বছর গিয়ে যুগ পেরোলো
আজও জুতো অক্ষত
জুতোর সাথে তার রয়েছে
সেই পুরনো সখ্য তো।
তাই জুতোকে হাতে রেখেই
করলো জীবন গত সে
বছর বছর কিনবে জুতো
নয় বোকারাম অত সে।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ