বিড়াল নাকি বাঘের মাসি
সবাই বলে শুনি
বলেন আরও দেশের যত
শীর্ষ জ্ঞানী—গুণী।
এই কথাটি সত্যি হলে
বাঘ বিড়ালের মাঝে
পাই না কেন শুভ প্রীতি
পারস্পরিক কাজে?
বাঘও কেন বিড়াল মাসির
নেয় না কোন খোঁজ
কেউ কাউকে দাওয়াত করে
দেয় না কেন ভোজ?
বরং দেখি বাঘের ভয়ে
বিড়াল থাকে ভীত
মাসি হলে বাঘের খবর
বিড়াল ঠিকই নিতো।
বাঘ বিড়ালের সম্পর্কের
পাই না যথার্থতা
বাঘের মাসি বিড়াল মানে
নিছক কথার কথা।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ