শরৎবাবু দেখতে এসো তোমার গেরামখানি
সেই আমেনা গফুর আজো ফেলছে চোখের পানি।
এই সমাজে বিলাসীদের বিষাদনীতির হাল
রবিবাবুর হৈমন্তীদের বেজায় করুণ কাল।
পল্লীকবির আসমানীরা নড়বড়ে সেই ঘর
অনাহারে চোখের জলে ভেজায় নিরন্তর।
সমাজ নামের সমাজপতি বাবার জমিদারী
বাংলা মায়ের আঁচল জুড়ে দুখের আহাজারি।
অচল নীতির সমাজপ্রীতি খাচ্ছে কুরে দেশ
তোমরা কি পাও শুনতে আজো থেকেও নিরুদ্দেশ?
সমাজ নামের সমাজ ভেঙে সমাজ গড়ি হায়
বাংলা মায়ের পোড়া কপাল নিটোল পাড়াগাঁয়।
লেখক: সামিউল ইসলাম।
0 মন্তব্যসমূহ