মানুষ




সবার মতো আমার আছে

চোখ হাত পা কান

বাবা তবু আমায় নিয়ে 

হন যে পেরেশান


লেখাপড়া শিখেই নাকি

মানুষ হতে হবে

কিন্তু আমি মানুষ ছাড়া 

জন্ত ছিলাম কবে?


প্রশ্ন শুনে বাবা বলেন

আকৃতিতেই নয় 

মানুষ হতে খুব প্রয়োজন

জ্ঞানের বিনিময়।


সেই জ্ঞানটাই লেখাপড়া

মানুষ হবার সিঁড়ি

বাবার কথায় আমি তখন 

আমার মাঝে ফিরি।


লেখাপড়া ছাড়া জীবন

নিছক রঙের ফানুস

জ্ঞান—গরিমায় বড় হলে 

তাকেই বলে মানুষ।

                                                                                    লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ