প্রেমের চিঠি

 


প্রথম প্রেমের চিঠি আমার যাদের নিয়ে লেখা

হলুদবরণ সেই মেয়েটি নামটা ছিলো রেখা। 


রেখার পরে শিউলি বকুল খালাতো বোন আঁখি

 ডেইজি হেলেন নিশির প্রেমে তারে দিলাম ফাঁকি


 শাপলা ডরিন রোজির পরে ঘোষের মেয়ে রাধা

লায়লা যুঁথি শায়লা বানুর হাতেও পড়ি বাঁধা।


 পাশের বাড়ির দীপ্তি রাণীর মনে বড়ই আশা

জুঁই মাধবী ঝুমকা শিলাও বাঁধতে এলো বাসা।


 জেরিন শিরিন আয়শা রুমা ওই গেরামে টিনা

তাদের কথা জানলো সেদিন ফুফাতো বোন রিনা। 


দশটি বছর প্রেমের চিঠি করছি লেখাপড়া

ডাকাতের বোন সাথীর হাতে অঞ্জলি প্রেম ধরা।

                                                                                                                      লেখক: সামিউল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ