ভুলে গেছি সালতামামি সকাল বিকেল সাঁঝ
শুভ্রকাশের ছুঁয়ে দেয়া নরম গলার ভাঁজ।
আঁকাবাঁকা নদীর ধারা
আঁধার রাতে চন্দ্র তারা
শুক্লপক্ষের চাঁদের আলো আশার কারুকাজ।
বকের সারি কৌতূহলে পানকৌড়ি শীতল জলে
ভিজিয়ে ডানা নদীর পাড়ে অপেক্ষমান খাঁজ।
সাপের বিষে ব্যথা কত দেখলি নারে মনে ক্ষত
যায় না বলা মনের কথা শেকলপরা আজ।
ওগো অলিপুরের কনে সন্ধ্যেবেলা পড়লে মনে
মনের ঘরে মন হারালে ভেঙো শরম-লাজ।
উষ্ণ হৃদয় পূণ্য ভূমি দেবো স্নেহে পরশ চুমি
দরজা দিয়ো খিল দিয়ো না ভয় করে সমাজ।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ