জেগে থাকে বৈশাখ



মন থাকে ফুরফুলে বোশেখের পয়লা

হয় সাফ গ্লানি—তাপ, অতীতের ময়লা।


মন জুড়ে খেলা করে সুবাসিত চন্দন

বেড়ে যায় সম্প্রীতি, হৃদয়ের বন্ধন


বোশেখের আগমন

ডেকে কয় জাগো মন

সেই ডাকে বৈশাখ লাগে কত ফুর্তি

উৎসবে উজ্জ্বল হয় ভাবমূর্তি।


বৈশাখে প্রকৃতিও সাজে নবরূপেতে 

বৃষ্টিতে খাল বিল ভরে চুপে চুপেতে।


থই—থই নদীজল

ঢেউ তুলে অবিরল

ছুটে চলে কলকল সুদূরের পানে

গলা ছেড়ে মাঝিরাও টান দেয় গানে।


বৈশাখ কত ফল খাই মজা করে

জেগে থাকে বৈশাখ প্রতি অন্তরে।

                                                                                                              লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ