বাড়ি থেকে আসার পথে মায়ের চাপাদুখ,
আঁচল দিয়ে চোখটি মুছে জলে ভাসায় বুক।
ভেজা গলায় কেঁদে কেঁদে মা-জননী কয়,
কেমন করে থাকবো বাবা কন্ঠ বিষাদময়।
সময় করে পারলে খোকা একটু খবর নিস,
ঈদে আগাম ছুটি পেলে বাড়ি চলে আসিস।
ডুকরে কাঁদে আঁচল দিয়ে মুছে চোখের পানি,
জাদুমাখা কন্ঠ মায়ের বাতাসে হাতছানি।
পাইনি খুঁজে আজো আমি মায়ের স্নেহ হাসি,
সেই হারানো স্মৃতি বুকে নয়ন জলে ভাসি।
মায়ের চোখে জলের খেলা কৃষাণ পাড়া-গাঁয়,
রকমারি খাবার নিয়ে পথের পানে চায়।
লেখকঃ সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ