কালের চাকায় ঘুরে ঘুরে আঁধার এলো নেমে,
দিনের আলো সব কোলাহল হঠাৎ গেলো থেমে।
হাটের শেষে সব ক্রেতারা গেলো আপন ঘরে,
নিঝুম রাতের শূন্য হাট নীরব ব্যথা ঝরে।
দিবসের শেষ একা বসে হাট ভাবে নিজনে,
কত হৈ হৈ ভিড় ঠেলাঠেলি অতীত রোমন্থনে।
হাটের মাঝে ক্রেতার সাথে কতই দরাদরি,
লাভ লোকসান হিসেব নিয়ে চলে কাড়াকাড়ি।
হাটের মাঝে আর আসে না কুমোরপাড়ার গাড়ি,
গাঁয়ের মানুষ আর কেনে না মাটির কলস হাঁড়ি।
ময়দা আটা চাল সরিষা কেউ আনে না হাটে,
হাটের জিনিস দিব্যি আছে গাঁয়ের দোকানপাট।
জেলেপাড়ায় জাল বোনে না বেনে পাড়ায় ঝুড়ি,
ঢেঁকিতে আর ধান ভানে না হাতের ভাজা হাট,
কালের স্রোতে অতীত আমি অতীত খেয়াঘাট।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ