সেই যে কবে ভাত ছেড়েছি খাইতে শিখি আলু,
কয়লা ধুয়ে ময়লা খেতে বললো এসে খালু।
ঘুষের টাকা খাইতে পারি সবার আছে জানা,
রাঙা বুবুর হাতের চুড়ি গয়না সোনা-দোনা।
খাইতে জানি আমজনতার বাক্স ভরা ভোট,
লাজ শরমের মাথা খেয়ে বাঁধতে পারি জোট।
গরিব লোকের ধানি জমি থাকার বাড়িঘর,
পুকুর নদী খাইতে জানি কিংবা সরোবর।
টিআর কিংবা কাবিখাতে আর ভরে না মন,
কলকব্জা কয়লা খাওয়া বড়ই প্রয়োজন।
স্বাধীন দেশে পুষ্টি মানে চলছে চুরির চাষ,
পেটের ক্ষুধা মিটছে বুবু বাড়ছে ভোগ-বিলাস।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ