কেড়ে নিবে একদিন হে নগর তুমি,
সবুজের সমারোহ জলা ডোবা ভূমি।
গড়ে নিবে বহুতল বহু ইমারত,
থাকবে না পায়েচলা সেই মেঠোপথ।
নদী মরে খাল হবে থাকবে না বিল,
খালে ঝিলে মাছরাঙা সাদা ডানা চিল।
জীবিকার তাগিদে ওই খেয়াঘাট,
থাকবে না সুবিশাল ফসলের মাঠ।
প্রযুক্তির আকাশে ডিজিটাল গাঁও,
চেয়ে দেখো হারিয়েছে পালতোলা নাও।
কারখানা কালো ধোঁয়া শ্যামলীমা বন,
নগরের রোষানলে হারাবে জীবন।
আজ যারা বেঁচে আছি থাকবো না কেউ,
ব্যথাতুর মন জুড়ে বেদনার ঢেউ।
মুছে যাবে একদিন সব স্মৃতি কথা,
ভোলা মন কাতরায় পোষা আকুলতা।
লেখকঃ সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ