চোখের জল



চোখের কোণে অথই জল

মনের মাঝে মেঘ,

দিনদুপুরে বৃষ্টি খোঁজে 

মনছোঁয়া আবেগ।

চোখের জলে রৌদ্র ওঠে

আবার ওঠে ঝড়,

ঝড়ের মাঝেই আপন খুঁজে

আবার খুঁজে  পর 

জলের নিচে খেলা করে

অবুঝ দুঃখের ছানা,

দিব্যি কাটে হায়রে সময় 

ভাঙা মনের ডানা

ঢেউয়ের তালে পানসি দোলে 

জলের উঠানামা,

অচিন মাঝির খেয়াঘাটে

আর হলো না থামা।

                                                           লেখক: সামিউল ইসলাম 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ