পথ


চিরচেনা পথ নিজেরে আপন করেছে নিজেই পথ,

বাধা দিতে কেউ পারেনি তাহারে থামেনি বুজয়রথ।

সাগর পাহাড় নদী খেয়াঘাট মরুময় তেপান্তর,

আজো ডাকে তারে বেদনার ভারে হাতছানি নিরন্তর।

বাধা ভেঙে ভেঙে পথ চলে যায় প্রগতির পথে পথে,

আগমনী  গান নতুনের টান সুদূর  অতীত হতে।

জীবনের হতি উঁচু  নিচু ধারা ধরাও আঁকাবাঁকা,

আশা নিরাশায় বিষাদের স্রোত অযুত আঁধারে ঢাকা।

বারবার গেছে শতজন থেমে পথহারা পথিকেরা,

এগিয়ে চলার প্রেরণা দিয়েছে পথভোলা মানুষেরা।

চির যৌবনা পথ চিরদিন কোমলে কঠিন গড়া,

কেন ভাবো তুমি হবে পথহারা মিছে মিছে মনগড়া?

লেখকঃ সামিউল ইসলাম 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ