মন পূজারী

    


বৈরী হাওয়া বিষাদ নিয়ে হয়নি আজো কাব্য গাঁথা

 খেলায় মাতে ইচ্ছেকুটুম শূন্য আমার খেরোখাতা।


আচম্বিতেই স্বপ্নেরা সব কল্পনাতে অসীম নীলে

 রাত-বিরাতে ভাঙে দেয়াল সুখে-দুখে মিল-অমিলে।


পড়ন্ত সেই বিকেলবেলা যেদিন হলো জানাজানি

 হাতছানিতে বাড়িয়ে দেই শুদ্ধ প্রেমের হৃদয়খানি।


ভুলের কাঁটা খুনসুটিতে ক্ষণে-ক্ষণে হই আহত

 আঁধারঘরে বন্দী বিবেক দ্বিধায় পোড়ে অবিরত।


আঙিনাতে অচিন পথিক ভাবছে বসে এলোমেলো,

রথের মেলা দূর্গাপূজায় মন পূজারী কি-গো পেলো?

                                                                                                                     লেখক: সামিউল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ