ইলিক ঝিলিক



চিরল পাতায় বিরল শোভা

বাতাস ঝিরিঝিরি

শীতল বায়ুর গীতল সুরে

স্বপ্ন খুঁজে ফিরি।


স্বপ্ন আছে মায়ের কাছে

স্বপ্ন আছে গাঁয়ে

স্বপ্ন আছে গাঁও কিশোরীর

আলতা রাঙা পায়ে।


ঘাসের ডগায় শিশির কণায় 

স্বপ্ন আমার ভাসে

ইলিক ঝিলিক রূপ মাধুরী

স্বপ্ন নিয়ে আসে।


স্বপ্ন আছে ভোর বাতাসে রঙিন পাখির ডানায়

স্বপ্ন ছাড়া হয় না জীবন

পূর্ণ কানায়—কানায়।


                                                                                         লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ