স্বপ্ন



স্বপ্ন ছিল আকাশ সমান

স্বপ্ন নিয়ে ঘুরি

আমার প্রিয় স্বপ্নগুলো

কে করেছে চুরি?


স্বপ্ন আমার লুট হয়েছে

জীবনযাপন ঝুট হয়েছে

স্বপ্ন যেন সৈকতে আজ

কুড়িয়ে পাওয়া নূড়ি

আমার সুখের স্বপ্নগুলো

 কে করেছে চুরি?


স্বপ্ন খুঁজি নদীর ধারে

ঘুঘু ডাকা বাঁশের ঝাড়ে

স্বপ্ন খুঁজি বনে

স্বপ্ন খুঁজি পুকুর জলে

হাঁসের সন্তরণে।


স্বপ্ন আমার ছন্দ—ছড়া

আজও তাকে হয়নি ধরা

ধরতে তাকে ভাব জগতে

ঘুরছি উদাস মনে

ঘুরছি আজও ছন্দ এবং 

ছড়ার প্রয়োজনে।

                                                                                  লেখক: সামিউল ইসলাম 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ