কেউ দেখে না

 

আমি শিশু ছোট্ট অতি

বন্ধু আমার প্রজাপতি

ফড়িং খেলার সাথী 

ওদের সাথে করার কথা 

আমার মাতামাতি।


কিন্তু সময় পাই না আমি 

নেই অবসর মোটে

ভোরের বেলা যাই কোচিংয়ে

সূর্য যখন ওঠে।


আমি শিশু সরল সোজা

পিঠে নিয়ে বইয়ের বোঝা

হচ্ছি কুজো রোজ

নিজের কাজে ব্যস্ত সবাই 

কেউ রাখে না খোঁজ।


সবার মুখে পড়ো পড়ো

ভবিষ্যতের জীবন গড়ো

দাঁড়াও সোজা হয়ে 

কেউ দেখে না হচ্ছি কুঁজো

বইয়ের বোঝা বয়ে।

                                                                                     লেখক: সামিউল ইসলাম 

 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ