হাতে-পায়ে শিকল ছিল
সব অধিকার বিকল ছিল
কণ্ঠ ছিল রূদ্ধ
তাই প্রয়োজন ছিল আমার
একটা কঠিন যুদ্ধ।
যুদ্ধ মানেই জীবনবাজি
হয়তো শহিদ নয়তো গাজি
ভাগ্যে যা হয় হবে
শপথ নিলাম দেশের নামে
প্রাণ দেবো গৌরবে।
সেই শপথে লড়াই করি
পাবনা থেকে খাগড়াছড়ি
দেশটা ওঠে ফুঁসে
বুকের ভেতর স্বাধীনতার
স্বপ্ন রাখি পুষে।
স্বপ্ন যখন সত্যি হলো
ডিসেম্বরের সেদিন ষোল
একাত্তরের সাল
পূর্ব আকাশে নতুন দিনের
সূর্য ওঠে লাল।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ