স্মৃতির দুপুর

 


স্মৃতির দুপুর আজো কি রে জড়ায় রাঙা পায়

গাছের ডালে কোকিল বসে কার বিরহে গায়। 


ঝরনা জলে চাঁদের ছবি তোর কী মনে পড়ে

কেউ বসে কী তোর ভেতরে খলখলিয়ে নড়ে।


ঘোমটাপরা নীল বদনে গোলাপ মরে লাজে

হৃদয়ঘরে আজো কিরে জলের নূপুর বাজে।


রোজ প্রভাতে হয় কি দেখা ফুল কুড়াতে ভোর

হর-হামেশা বুকে খেলে ঢেউয়ের সমুদ্দুর।


কেমন করে করলি আহা এমন সর্বনাশ

উষ্ণ ছোঁয়ার হৃদয়জুড়ে বাড়ায় দীর্ঘশ্বাস।

                                                                                                            লেখক: সামিউল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ