আয়রে তোরা আয়



জোছ্নাভরা মোহন রাতে চাঁদের কুসুম ঝরে, 

কচি ঘাসে ডগায় দেখি শিশিরকণা পড়ে। 

মুক্তাঝরা চাঁদের হাসি মেঘে আড়াল হয়,

লুকোচুরি খেলায় থাকে আকাশ দীপ্তিময়।

বাঁশবাগানে জোনাক জ্বলে ডাহুক ডাকে বন, 

জামিন পেয়ে চাঁদের আলো আসে ক্ষণে ক্ষণে

হাস্নাহেনা ফুলের বাসে আকুল করে প্রাণে,

উদাস করা মাতাল হাওয়া গাঁয়ের পানে টান।

নিঝুম রাতে ঝিঁ ঝিঁ ডাকে পাখির গানে সুর,

একতারাটা বাজায় বাউল বড়ই সুমধুর।

পাকা ধানে ঢেউ লেগেছে হিমেল হাওয়া বয়, 

ঘুমহারা দুই নয়ন দেখে স্বপন মধুময়।

নতুন ধানে সুবাস ছড়ায় উতাল দেহ মন,

খেজুর রসে পায়েস খেতে রইলো নিমন্ত্র

ফুলের গন্ধে ঘুম আসে না আয়রে তোরা আয়,

খুশির জোয়ার বইয়ে চলে বন পলাশী গাঁয়।

লেখক: সামিউল ইসলাম 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ