সুদূর গাঁয়

আয়রে রোমা আয়শা সোমা সব সখীরা মিলে,

কাদা জলে মাছের পোনা ধরবো খালে বিলে।

সখীর বাড়ি পুতুল বিয়ে করলো মাতামাতি।

আয়রে ডরিন বকুল শিরিন ধরি পাখির ছানা,

ওই চেয়ে দেখ্ কুটুম ডাকে হলুদমাখা ডানা।

পুকুরজলে কলমিলতা শাপলাফোটা বিল,

মনের ঘরে জলের ছোঁয়া ঢেউ তোলে ঝিলমিল।

আয়রে ঝুমা হেলেন সোমা ভাঙি গাছের ডাল,

জাম জামরুল বেথুল খেয়ে মুখটি করি লালা।

বাউল মনে উদাস মাঠে তুলবো মটরশুঁটি,

গামছা বেঁধে কলাই শাক করবো ছুটাছুটি।

আয়রে শেলি জুঁই চামেলি উঠি পালের নায়,

ঢেউয়ের তালে হেলে দুলে যাবো সুদূর গাঁয়।

বাড়ির পাশে গাছতলাতে খেলবো চড়ুইভাতি,


                                       লেখক: সামিউল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ