সেই যে কবে পাঠশালাতে ক্লাশ সেভেনে পড়ি,
পাগলপারা নীলার প্রেমে হাতটি চেপে ধরি।
কিন্তুু যেদিন রুমা ঝুমার দেখি মুচকি হাসি,
কী অজানা কারণ ছাড়াই তাদের ভালোবাসি।
পাশের বাড়ির দীপ্তি রাণী লম্বা মাথার কেশ,
জুঁই চামেলী ডেইজি মিরাও লাগতো দারুণ বেশ।
বিজলি মেয়ে চম্পাকলি ডাগর ডাগর আঁখি,
রিনা বীনার হাসির কথা কেমনে ভুলে থাকি?
সবার সাথে চলতো আমার চিঠির লেনাদেনা,
লুকোচুরি ভাব বিনিময় ধ্যানের বেঁচাকেনা।
অথই জলে প্রেমসাগরে সাঁতারকাটা দিন,
কানের কাছে আজকে বাজে কৃষ্ণকলির বীণ।
সব সখীরা পর হয়েছে হইনি কারো বর,
ভিনগেরামের ঘোষের মেয়ে বাঁধলো এসে ঘর।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ