আষাঢ়ের ঝরঝর বাধাহীন বৃষ্টি,
গুড় গুড় ডাকে মেঘ কাদা জল সৃষ্টি।
জলভরা মাঠে ওড়ে সাদা গাঙচিল,
ছলছল জলে মাছ ডোবে নদী বিল।
সারাদিন ঝরঝর কারাগারে বন্দী,
থই থই সরোবর কাদা জলে সন্ধি।
বধূমন আনচান প্রকৃতির কান্না,
নাচে গানে কেউ মাতে কেউ করে রান্না।
পাখিদের কলরব আধা ডোবা মাঠ,
দীর্ঘজল একাকার নদী খেয়াঘাট।
হেলে দুলে ভেসে যায় হিজলের ফুল,
কদমের বন হাসে বেণু বনে দোল।
ভেজা গায়ে মাছধরা জেলেদের নাও,
জলে ভাসা দেখা যায় সুদূরের গাঁও।
মেঘেদের অভিসার বুকে জমা দুখ,
বিরহের যাতনায় প্রেয়সীর শোক।
আকাশের বুকে আজ বেদনার বন্যা,
তুমি কি-গো গৃহহীন জলে ভাসা কন্যা?
ওই দূরে শোনা যায় শিয়ালের হাঁক,
বিধবার এলোকেশে ডাকে দাঁড়কাক।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ