আমায় ডাকে


 আমায় ডাকে মুক্ত বাতাস সন্ধ্যা  নদীর মায়া,

কলমিলতা জলছোঁয়া ঘাস শেষ বিকেলের ছায়া

জলের ডোবা ধানী জমিন ভোরে ডাহুক ছানা,

আমায় ডাকে দূর গগনে শঙ্খচিলের ডানা।

উঠোন জুড়ে ফুলবিছানো ভোরের বকুলতলা,

গাঁয়ের  পথে বন্ধু সুজন হাত ধরে পথচলা।

আমায় ডাকে রাত জোনাকি আকাশনীলের তারা,

কলকলিয়ে বয়ে চলা উজান নদীর ধারা।

ঘোমটাপরা কৃষাণ বধূ রাখাল মাঠে গরু,

পথের পাশে বন-বনানী জড়িয়ে ধরা তরু।

সজনে ডাটা  কুমড়োলতা ভাঙা ঘরের চাল,

আমায় ডাকে সাঁঝের মায়া ওই যে দুখের পাল।

পুকুর ঝিলে হংস মিথুন পানকৌড়ির ঝাঁক,

আমায় ডাকে খেলনা ঘুড়ি চৈত্রদিনের ঢাক।

তালের পিঠা পাতার বাঁশি সই পুতুলের ঘর,

রহিম চাচার সেই মেয়েটির স্বপ্ন নিরন্তর।

গাঁয়ের পথে বন-বাদাড়ে দুষ্টু ছেলের দল,

আমায় ডাকে পাখির বাসা সাঁঝের কোলাহল।

                          লেখক: সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ