একুশ



একুশ আমার মায়ের মুখে প্রথম শেখা বুলি,

খোকার হাতে বর্ণমালার স্বপ্ন রঙিন তুলি।

চিত্তভরা দীপ্ত সাহস আনমনে পথচলা,

মায়ের কাছে গাঁয়ের কাছে মনের কথা বলা।

বাউল মনে উদাস বনে দরাজ গলার গান,

ঘুমপাড়ানি মাসিপিসি রাখাল বাঁশির টান।

সাম্য ন্যায়ের ঝান্ডা হাতে বৈকালি রোদ্দুর,

ছন্দ-তালে পাখ-পাখালির কন্ঠ সুমধুর।

আগুনঝরা ফাগুন দিনে উত্তাল রাজপথে,

প্রতিরোধের শেকল ভেঙে  সামনে চলার রথ।

একুশ আমার শূন্য প্রাণে প্রিয়ার নকশিকাঁথা,

স্বাধীনচেতা হাতের কলম কাব্য লেখার খাতা।

লেখক: সামিউল ইসলাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ