বন্ধু তোরে দিতে পারি নকশিকাঁথার মাঠ
সোঁদা মাটির গন্ধে ভরা প্রাণ প্রিয় তল্লাট।
তালের পাতা বাবুইবোনা স্বপ্নে বাঁধা ঘর
অবাধ চলা গ্রাম্য মেয়ের বুনো কাশের চর।
লজ্জারাঙা পল্লীবধূর সহজ সরলতা
গল্প গানে রূপকাহিনী রাজকন্যার কথা।
দেখতে দেবো চৈতি হাওয়া ভরা জ্যৈষ্ঠে খরা
বর্ষা মেয়ের কান্না হাসি শ্রাবণমেঘে ধরা।
গহন বনে শীতলছায়া বুনোফুলে ঘ্রাণ
মিষ্টি মধু ঝিঁ ঝিঁ পোকা ফাগুনবেলার গান।
গাঁও গেরামে আবহমান মায়া ভরা সুখ
গ্রাম্যমেলার পাতার বাঁশিফলে রাঙা মুখ।
প্রেম বিরহ ভালোবাসার সারল্য বিশ্বাস
বন্ধু তোরে দিতে পারি শ্যামল ছায়ায় বাস।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ