শরৎকালে



নীল আকাশে তুলোর মতো

সাদা মেঘের ভেলা

করছে যেন খেলা

এই অপরূপ দৃশ্য দেখে

কাটাই শরৎ বেলা


নদীর তীরে বইছে ধীরে

বাতাস চমৎকার

নেই তুলনা তার

কাশের ফুলে উঠছে দুলে

সাতনরি এক হার।


ইলিশ রঙা কাশের মতো

দুলছে আমার মন

হায় কী শিহরণ

শরৎকালে বাংলা মায়ের

রূপ যে চিরন্তন


হৃদয়কাড়া এই অপরূপ

দৃশ্য দেখে দেখে

কাব্য যারা লেখে

অনুুভূতির একটু আমেজ

নিলাম তাদের থেকে।

                                                                                                      লেখক: সামিউল ইসলাম 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ