নাকের ডগায় চশমা এঁটে
শেয়াল মশায় যাচ্ছে হেঁটে
সঙ্গে আছে ছাগল ছানা
দু’জন মিলে গাইছে গানা
তাইরে না—না, তাইরে না—না।
বনের সকল পশু—পাখি
কান্ড দেখে অবাক নাকি
ছাগল—শেয়াল একই সাথে
পৌঁছলো বুঝি সমঝোতাতে
মেললো সবাই খুশির ডানা
আর দেবে না শেয়াল হানা
তাইরে না—না, তাইরে না—না।
শিয়াল ছাগল দু’জন মিলে
পৌঁছলো এসে হাতিরঝিলে
হাতিরঝিলে হাতির চাপ
বাপরে বাপ! বাপরে বাপ!
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ