মায়ের ছোঁয়া নকশা আঁকা লাল সবুজের খামে
দিলাম চিঠি মাতৃভাষায় বিজন বন্ধুর নামে।
হলুদ গায়ে কুটুমপাখি কোকিল মধুর সুরে
দোয়েল শ্যামা ময়না টিয়া ডাকছে উঠোন জুড়ে।
নিয়ন আলো জোছনা তারা বইছে নদীর ধারা
কি অপরূপ দেখলে আহা হই যে পাগলপারা।
চাঁদনী রাতে লতায় ঘেরা হিজল-তমাল বন
পলাশফোটা কৃষ্ণচূড়ায় ধূসর মায়ের মন।
মাঝির নায়ে রঙিন পালে মায়ের সোহাগ পাই
ছোট্টবেলায় পাঠশালাটা হাতছানি দেয় তাই।
আলতা পায়ে নূপুর বেঁধে পুতুল বিয়ের দিন
বিষাদগাঁথঅ পল্লীবধূর বেদনায় রিনঝিন।
মেঠোপথের দুই ধারেতে স্মৃতির পায়েল বাজে
সেই সোনালি দিন যে কাঁদে বনপলাশীর মাঝে।
লেখক: সামিউল ইসলাম
0 মন্তব্যসমূহ